হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গুর নতুন ধরন ডেনভি-৩ এ আক্রান্ত ঢাকার রোগীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গু রোগের আরও একটি ধরন শনাক্ত হয়েছে। যার নাম ডেনভি-৩। আর এই ধরনটি দ্বারা বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকার রোগীরা। এই ধরনে আক্রান্তদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে, প্লাটিলেট কমে যাচ্ছে। 

ডেঙ্গুতে আক্রান্ত ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য পেয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) গবেষকেরা। 

রোববার বেলা ১১টায় বিসিএসআইআরের আইএফআরডি অডিটোরিয়ামে আয়োজিত ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। 

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন বিসিএসআইআরের বিজ্ঞানী ড. সেলিম খান। প্রবন্ধ পর্যালোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সি। 

ডা. সাইফুল্লাহ মুন্সি বলেন, ডেনভি চার ধরনের রূপ নিয়ে সংক্রমিত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ভোগাচ্ছে ডেনভি-৩৷ দেশে প্রথম এই ধরন শনাক্ত হয় ২০১৭ সালে। ২০১৭ সালের আগে ডেনভি-১,২ তে আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে অনেকের। কিন্তু ডেনভি-৩ এর বিরুদ্ধে এই ক্ষমতা গড়ে ওঠেনি। যারা আগের দুই ভেরিয়েন্ট  আক্রান্ত তারা নতুন করে ডেনভি-৩ আক্রান্ত হলে হেমোরেজ বা সংকটাপন্ন অবস্থায় পড়েছে। তাই এবার মৃত্যু বেশি। 

ডা. সাইফুল্লাহ মুন্সি বলেন, বিসিএসআইআরের এই সিকোয়েন্সিং ভবিষ্যতে ভ্যাক্সিন উৎপাদনে সহায়ক হবে। এবার ডেঙ্গুর ভেনভি-৩ ভেরিয়েন্ট  মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এটা ডেনভি ১,২ এর চেয়ে বেশি ভয়ংকর। 

ডেঙ্গু প্রতিরোধে এখন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে এই গবেষণা সেটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার