হোম > সারা দেশ > ঢাকা

জুলাই গণ-অভ্যুত্থান: আহতদের কনসালট্যান্সিতে ব্যয় ২৫ কোটি টাকা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান ছাড় করেছে সরকার। এই ব্যয়ের মধ্যে আহত ব্যক্তিদের দেশি-বিদেশি কনসালট্যান্সির জন্য ২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহত ব্যক্তিদের চিকিৎসা বাবদ অনুদানের জন্য ২০২৪-২৫ অর্থবছরে ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ করা ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান ছাড় করা হয়।

আহতদের মধ্যে ১৫ হাজার জনের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দেশি-বিদেশি কনসালট্যান্সি বাবদ ২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট) মোহাম্মদ ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, যেসব ছাত্র আহত হয়েছেন, তাঁদের বিদেশের চিকিৎসা খরচের জন্য কনসালট্যান্সি ফি বাবদ ২৫ কোটি টাকা ধার্য করা হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আহত ছাত্রদের চিকিৎসা দেওয়া হয়েছে। সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া বাজেট এখানে অনুমোদন করা হয়েছে।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি