হোম > সারা দেশ > ঢাকা

প্রাইভেট কারের চাপায় এক ব্যক্তি নিহত, স্ত্রী-সন্তান আহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া একটি প্রাইভেট কারের চাপায় মো. বাবু (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী সুমি আক্তার (২৩) ও শিশুসন্তান শুভ (২)। খিলক্ষেত থানার বিশ্বরোড এলাকায় গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে স্ত্রী-সন্তান নিয়ে হাঁটছিলেন বাবু। হঠাৎ করে একটি বেপরোয়া প্রাইভেট কার তাদের চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশকে খবর দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘খিলক্ষেতে একটি প্রাইভেট কার চাপা দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। বাবুর স্ত্রী সুমি ও তাঁদের দুই বছরের শিশুসন্তান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।’ 

এসআই হাবিব আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘাতক চালক প্রাইভেট কার নিয়ে পালিয়ে যান। প্রাইভেট কারটি শনাক্ত করতে এবং চালককে গ্রেপ্তারের জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তল্লাশি করা হবে।’ 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন