হোম > সারা দেশ > ঢাকা

প্রাইভেট কারের চাপায় এক ব্যক্তি নিহত, স্ত্রী-সন্তান আহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া একটি প্রাইভেট কারের চাপায় মো. বাবু (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী সুমি আক্তার (২৩) ও শিশুসন্তান শুভ (২)। খিলক্ষেত থানার বিশ্বরোড এলাকায় গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে স্ত্রী-সন্তান নিয়ে হাঁটছিলেন বাবু। হঠাৎ করে একটি বেপরোয়া প্রাইভেট কার তাদের চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশকে খবর দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘খিলক্ষেতে একটি প্রাইভেট কার চাপা দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। বাবুর স্ত্রী সুমি ও তাঁদের দুই বছরের শিশুসন্তান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।’ 

এসআই হাবিব আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘাতক চালক প্রাইভেট কার নিয়ে পালিয়ে যান। প্রাইভেট কারটি শনাক্ত করতে এবং চালককে গ্রেপ্তারের জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তল্লাশি করা হবে।’ 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন