হোম > সারা দেশ > ঢাকা

বায়তুল মোকাররমে জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজা শেষে মরদেহ ফেনীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা হবে ফেনী পাইলট স্কুল মাঠে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাসভবন প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হবে। 

জানাজা শেষে তাঁর কফিনে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। দলটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ। এ সময় জাসদের পক্ষ থেকে ফেনীর সাংসদ শিরীন আখতার শ্রদ্ধা জানান।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, শারীরিকভাবে চলে গেলেও তিনি তাঁর কীর্তির মাঝে অমর হয়ে থাকবেন। স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকার মাঝে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মতো যত মুক্তিযোদ্ধা ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা টিকে থাকবেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তাঁর তিরোধানে ফেনীর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিশেষ করে আওয়ামী লীগের বড় ধরনের ক্ষতি হয়েছে। 

জয়নাল হাজারী দেশজুড়ে আলোচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়াও একাধিকবার সাংসদ ছিলেন। 

উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। জয়নাল হাজারী হৃদ্‌যন্ত্র, কিডনি ও ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। ১৫ ডিসেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।     

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা