হোম > সারা দেশ > ঢাকা

বায়তুল মোকাররমে জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজা শেষে মরদেহ ফেনীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা হবে ফেনী পাইলট স্কুল মাঠে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাসভবন প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হবে। 

জানাজা শেষে তাঁর কফিনে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। দলটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ। এ সময় জাসদের পক্ষ থেকে ফেনীর সাংসদ শিরীন আখতার শ্রদ্ধা জানান।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, শারীরিকভাবে চলে গেলেও তিনি তাঁর কীর্তির মাঝে অমর হয়ে থাকবেন। স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকার মাঝে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মতো যত মুক্তিযোদ্ধা ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা টিকে থাকবেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তাঁর তিরোধানে ফেনীর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিশেষ করে আওয়ামী লীগের বড় ধরনের ক্ষতি হয়েছে। 

জয়নাল হাজারী দেশজুড়ে আলোচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়াও একাধিকবার সাংসদ ছিলেন। 

উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। জয়নাল হাজারী হৃদ্‌যন্ত্র, কিডনি ও ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। ১৫ ডিসেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা।     

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট