হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও এক ছাত্র। আজ সোমবার সকালে সদর উপজেলার বাঘাজুড়ী-মাঝিগাতি সড়কের বাঘাজুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম রনি শেখ (১৫)। সে সদর উপজেলার ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে ও ডালনিয়া আইএ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত বন্ধুর নাম জিসান শেখ।

নিহতের চাচা বোরহান শেখ জানান, সকাল ১০টার দিকে খালাতো ভাইয়ের মোটরসাইকেলে করে বন্ধু জিসানকে নিয়ে পাশের এলাকার নতুন রাস্তা দেখতে বের হয় রনি। বাঘাজুড়ী এলাকায় পৌঁছালে রনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। জিসান বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা মুনতাহিনা মৌরী বলেন, রনি নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে রনির মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট