হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মো. মানিক মিয়া ব্যাপারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান এই রায় দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামি গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণের পর রায় কার্যকর হবে। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে।

ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, প্রেমের সম্পর্ক করে সাদিয়া আফরিন রিতাকে বিয়ে করেন মানিক মিয়া। এরপর তাদের মধ্যে প্রায় সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ছাড়া রিতাকে শারীরিক নির্যাতন করা হতো। ২০১৩ সালের ১৭ জানুয়ারি রাজধানীর মিরপুর-২ এর একটি বাসা থেকে সাদিয়া আফরিন রিতার গলিত গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করার পর লাশ রিতার পরিবারকে হস্তান্তর করে।

এ ঘটনায় রিতার বাবা মতিয়ার রহমান মিরপুর থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন ২০১৩ সালের ১২ জানুয়ারি তাঁর মেয়ে রিতাকে গলা কেটে খুন করে বাসার দরজা বন্ধ করে চলে যান তার স্বামী মানিক মিয়া।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মোহাম্মদ সেলিম ৫ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০ এপ্রিল একই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার