হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির রোকেয়া হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দিলেন শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। একে একে নেত্রীদের বের করে দেওয়ার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দেন। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্রলীগের রোকেয়া হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেনকে ধরে বের করে দেওয়া হচ্ছে। 

এদিকে শিক্ষার্থীদের আক্রমণ থেকে বাঁচাতে হলের আবাসিক শিক্ষক ও প্রাধ্যক্ষকে ছাত্রলীগ নেত্রীদের নিরাপদে বের হতে সহযোগিতা করতে দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে বেশ কয়েকজন ছাত্রলীগ নেত্রীকে উদ্ধার করে করেছেন শিক্ষকেরা। 

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘পরে জানাচ্ছি। এখন কথা বলার পরিস্থিতিতে নেই।’

নাম প্রকাশ না করার শর্তে এক আবাসিক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রীদের কক্ষে কক্ষে গিয়ে টেনে হিঁচড়ে বের করে দিচ্ছে। কারো কাপড় ছিঁড়ে ফেলতেছে, চুল ছিঁড়তেছে। শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রীদের হল ছাড়া করার ঘোষণা দিয়েছে। আমরা অপ্রীতিকর ঘটনা এড়াতে চাচ্ছি। পর্যবেক্ষণ করছি।’

রোকেয়া হলের এক নিরাপত্তা প্রহরী আজকের পত্রিকাকে জানান, ১০ জন ছাত্রলীগ নেত্রীকে বের করে দিয়েছেন শিক্ষার্থীরা। পরে আবাসিক শিক্ষকেরা এসে তাঁদের নিরাপদে নিয়ে গেছেন।

হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই ১০ ছাত্রলীগ নেত্রীর মধ্যে আছেন হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন, ছাত্রলীগ নেত্রী বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান সিলভী, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমি। আতিকা ছাড়া বাকি সবাই আসন্ন হল শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন