হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা মহলের সমালোচনা ও দাবির মুখে অবশেষে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সাংবাদিকদের জন্য করা নীতিমালা সংশোধন করে মোটরসাইকেল চলাচলের অনুমোদন করেছে ইসি। 

আগামীকাল মঙ্গলবার সংশোধিত এই নীতিমালা জারি হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

এই বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য কিছু শর্ত সাধারণভাবেই প্রযোজ্য হয়। যেমন: চালকের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র ইত্যাদি থাকা। এসব থাকলে সাংবাদিকদের নিজের মোটরসাইকেল ব্যবহারে অসুবিধা হওয়ার কথা নয়। 

গত ১২ এপ্রিল ইসির জারি করা নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ইসির করা নীতিমালায় ‘গাড়ির স্টিকার’ অংশে উল্লেখ করা হয়েছিল যে, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেওয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার দেওয়া হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্ট্রারে লিখে রাখতে হবে। 

এই নীতিমালা জারি করার পর বিভিন্ন মহল থেকে ইসির কড়া সমালোচনা করা হয়। পাশাপাশি এই নীতিমালা সংশোধন করে সাংবাদিকদের নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার দাবি উঠে। 

এর পরের দিন ১৩ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই বিষয় উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেন। প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে বলে আশ্বাস দেন সিইসি। সম্প্রতি ইসির সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও সাংবাদিক নীতিমালা সম্পর্কে জানতে চান। 

অবশেষে সাংবাদিকসহ বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে নির্বাচনের সময় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিলেও নীতিমালার বাকি সব আগের মতোই আছে বলে জানা গেছে।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার