হোম > সারা দেশ > ঢাকা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব বলেছে, ১৯৭১ সালে গাইবান্ধা সদরে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৯ সালে মমতাজসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০০৯ সালে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৬ সাল পর্যন্ত তাঁরা জামিনে ছিলেন। পরে মামলার বিচারকাজ শুরু হলে মমতাজ পলাতক ছিলেন। 

আজ রোববার দুপুরে রাজধানীর টিকাটুলীতে র‍্যাব-৩-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ১৯৭১ সালে মমতাজ জামায়াতে ইসলামীর গাইবান্ধা সদরের সক্রিয় সদস্য ছিলেন। তিনি শান্তি কমিটিরও সদস্য ছিলেন। একই মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আরেক আসামি আব্দুল জব্বার গাইবান্ধা সদরে শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর প্রধান সংগঠক ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে মমতাজ নিজ বাড়ি ছেড়ে গাইবান্ধা সদরে জামাতার বাড়িতে আত্মগোপন করেন। সেখান থেকে গাজীপুরের কালিয়াকৈরে বড় ছেলের ভাড়া বাসায় আসা-যাওয়া করতেন। বেশি নিরাপদ ভেবে পরে ২০২২ সালের নভেম্বরের দিকে স্থায়ীভাবে কালিয়াকৈরের চন্দ্রায় ছেলের বাসায় বসবাস করতে শুরু করেন। ওই বাসা থেকে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’