হোম > সারা দেশ > ঢাকা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব বলেছে, ১৯৭১ সালে গাইবান্ধা সদরে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৯ সালে মমতাজসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০০৯ সালে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৬ সাল পর্যন্ত তাঁরা জামিনে ছিলেন। পরে মামলার বিচারকাজ শুরু হলে মমতাজ পলাতক ছিলেন। 

আজ রোববার দুপুরে রাজধানীর টিকাটুলীতে র‍্যাব-৩-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ১৯৭১ সালে মমতাজ জামায়াতে ইসলামীর গাইবান্ধা সদরের সক্রিয় সদস্য ছিলেন। তিনি শান্তি কমিটিরও সদস্য ছিলেন। একই মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আরেক আসামি আব্দুল জব্বার গাইবান্ধা সদরে শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর প্রধান সংগঠক ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে মমতাজ নিজ বাড়ি ছেড়ে গাইবান্ধা সদরে জামাতার বাড়িতে আত্মগোপন করেন। সেখান থেকে গাজীপুরের কালিয়াকৈরে বড় ছেলের ভাড়া বাসায় আসা-যাওয়া করতেন। বেশি নিরাপদ ভেবে পরে ২০২২ সালের নভেম্বরের দিকে স্থায়ীভাবে কালিয়াকৈরের চন্দ্রায় ছেলের বাসায় বসবাস করতে শুরু করেন। ওই বাসা থেকে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন