হোম > সারা দেশ > ঢাকা

বিচারপতি মানিকের ওপর হামলা, কারাগারে দুই বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। ওই দুই নেতা হলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লোকমান হোসেন ও মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আবুল বাশার।

গত শনিবার লোকমান হোসেনকে দুই দিন ও আবুল বাশারকে একদিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আসামিদের আজ আদালতে হাজির করা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. ফরমান আলী প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত শুনানি শেষে ওই দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, রিমান্ডে নেওয়ার আগের দিন তাঁদের গ্রেপ্তার করা হয়। তারও আগে, গত ২ নভেম্বর রাতে ও ৩ নভেম্বর সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে হয়। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।

এর আগে ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। 

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১