হোম > সারা দেশ > ঢাকা

বিচারপতি মানিকের ওপর হামলা, কারাগারে দুই বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। ওই দুই নেতা হলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লোকমান হোসেন ও মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আবুল বাশার।

গত শনিবার লোকমান হোসেনকে দুই দিন ও আবুল বাশারকে একদিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আসামিদের আজ আদালতে হাজির করা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. ফরমান আলী প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত শুনানি শেষে ওই দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, রিমান্ডে নেওয়ার আগের দিন তাঁদের গ্রেপ্তার করা হয়। তারও আগে, গত ২ নভেম্বর রাতে ও ৩ নভেম্বর সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে হয়। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।

এর আগে ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। 

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার