হোম > সারা দেশ > রাজবাড়ী

আগুন দেওয়ার হুকুম দিয়ে কেউ রেহাই পাবেন না: রেলপথমন্ত্রী 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেছেন, ‘ঘরবাড়ি ভাঙা বা আগুন দেওয়ার হুকুম দিয়ে কেউ রেহাই পাবেন না। যাঁরা এই কাজ করবেন, তাঁদের আইনের আওতায় আনা হবে। আমরা শান্তিতে বাস করতে চাই। এখানে অশান্তি সৃষ্টি করতে চেয়ে লাভ হবে না।’

আজ শনিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া বাজারে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, ‘যাঁরা অশান্তি সৃষ্টি করবেন, তাঁরা সাধারণ মানুষ থেকে, সমাজ থেকে একঘরে হয়ে যাবেন। শুধু একঘরে (আলাদা) না, তাঁদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি পেতে হবে। সম্প্রীতি অটুট রাখতে আমরা একতাবদ্ধ। এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

রেলমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, সুন্দর সমাজ গড়তে চাই। আমরা চাই, আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, আমরা আপনাদের সঙ্গেই আছি। আপনাদের সঙ্গে থেকেই আমরা শান্তি নিশ্চিত করব। এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার অঙ্গীকার।’

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু মিয়া।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির