হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন চলছে

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন আজ মঙ্গলবার শুরু হয়েছে। ছয় ক্যাটাগরিতে ছয়টি পদে হচ্ছে এই নির্বাচন। একই সঙ্গে ফাইন্যান্স কমিটির একজন শিক্ষক প্রতিনিধি ও একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে তিনজন এবং সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে তিনজন শিক্ষক প্রতিনিধির নির্বাচনও চলছে।

সিন্ডিকেটের ছয়টি ক্যাটাগরিতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল সব পদে প্রার্থী দিলেও জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল দুটি পদে প্রার্থী দিতে পারেনি। একই সঙ্গে একাডেমিক কাউন্সিলের সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতেও দুজন প্রার্থী দিতে পারেনি সাদা দল।

প্রার্থী না থাকার বিষয়ে সাদা দলের নীতিনির্ধারকেরা বলছেন, ‘বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দল বিবেচনায় শিক্ষক নিয়োগ হয়। সে হিসাবে আমাদের তরুণ শিক্ষক নেই বললেই চলে। আর ১০টি ডিনের মধ্যে আমাদের কোনো ডিন নেই।’ 

উপাচার্যের প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এই নির্বাচন পরিচালনা করছেন। সকাল ৯টায় শুরু হয়ে এই নির্বাচন দুপুর ২টা পর্যন্ত চলবে। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চোধুরী সিনেট ভবনে শিক্ষকদের এই ভোট গ্রহণ চলছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ২৩ (১) (ডি) এবং ২৩ (২) অনুযায়ী সিন্ডিকেটে ছয় জন সদস্য নির্বাচিত হবেন। ছয় ক্যাটাগরি হলো ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক। 

ডিন পদে নীল দলের আহ্বায়ক অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস ছামাদ, প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান, অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক পদে লোক প্রশাসন বিভাগের আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী অধ্যাপক পদে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং প্রভাষক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাহিন মোহিদ। 

সাদা দলে প্রভোস্ট ক্যাটাগরিতে স্যার পি. জে. হার্টজ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক ক্যাটাগরিতে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য মো. লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আল-আমিন, সহকারী অধ্যাপক পদে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ড. শাফী মো. মোস্তফা নির্বাচন করবেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম স্ট্যাটিউসের ৩১(৩) ধারা অনুযায়ী শিক্ষকদের মধ্য থেকে ফাইন্যান্স কমিটিতে একজন শিক্ষক নির্বাচিত হবেন। নীল দল থেকে এই পদে প্রার্থী হয়েছেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। আর সাদা দল থেকে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩-এর প্রথম স্ট্যাটিউসের ২৬ (১)-এর (এইচ) অনুযায়ী তিনজন সহযোগী অধ্যাপক ও তিনজন সহকারী অধ্যাপক/প্রভাষক একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচিত হবেন। নীল দল থেকে সহযোগী অধ্যাপকে তিনজন হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ড. ইসমাত রহমান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিপুল চন্দ্র দেবনাথ, দর্শন বিভাগের মন্দিরা চৌধুরী। সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে নীল দলের প্রার্থী হলেন ওষুধ প্রযুক্তি বিভাগের মনজুর আল হোসেন, আইন বিভাগের এ বি এম আশরাফুজ্জামান, আবহাওয়া বিজ্ঞান বিভাগের মো. মমিন ইসলাম ৷ 

সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে তিনজন প্রার্থী থাকলেও সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে একজন প্রার্থী রয়েছেন নীল দলের। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মৃৎশিল্প বিভাগের দেবাশীষ পাল, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের ড. মো. সাইফুল আলম, মনোবিজ্ঞান বিভাগের সৈয়দ তানভীর রহমান। আর সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগের আলী মোহাম্মদ কাওসার।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার