হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলের ওয়ার্ডে আগুন, আতঙ্কে বেরিয়ে পড়েন রোগীরা

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই অবশ্য হাসপাতালের স্টাফরা আগুন নিভিয়ে ফেলেছেন। 

আজ সোমবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, হাসপাতালের পুরাতন ভবনের ৩১০ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। 

হাসপাতালের ৩১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স বলেন, ‘বিকেল পৌনে পাঁচটার দিকে ওয়ার্ডের বারান্দায় আমাদের পোশাক পরিবর্তন করার রুমে আগুন লাগে। ওই রুমের ভেতরে আরও ছোট একটি রুমে অক্সিজেন সিলিন্ডারসহ অনেক মালামাল ছিল। সেখানে থেকেই আগুন লেগেছে। তবে হাসপাতালের লোকজন আগুন নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।’ 

ওই নার্স আরও বলেন, ‘আগুনের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দুটি ওয়ার্ড। এ সময় ওয়ার্ডে ১৬ জন রোগী ছিলেন। রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে যান। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’ 

ওই কক্ষে একটি টেবিল, নার্সদের পোশাক-পরিচ্ছদ, অক্সিজেন সিলিন্ডার ও একটি টেবিল ফ্যান ছিল। ফ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগে। হাসপাতালের যেখানে আগুন লাগে সেখানে ৩১০ নম্বর নারী ওয়ার্ড। পাশাপাশি দুটি ওয়ার্ডে নারী রোগী ছিলেন। তাঁরা সবাই আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। তবে কোনো ধরনের অঘটন হয়নি।’ 

বাচ্চু মিয়া বলেন, ‘আগুনের সূত্রপাত যেখানে, সেই কক্ষটি ছিল নার্সদের পোশাক পরিবর্তনের স্থান। সেখানে তাঁদের কাপড়, একটি ড্রেসিং টেবিল, একটি ছোট ফ্যান ছিল। সেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসেছিল। তবে আগেই হাসপাতালের আনসার ও কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ