হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-৫ ও ৬ আসনে যথাক্রমে ৯ ও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের বৈধ ও অবৈধ মনোনয়ন প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ আসন থেকে দাখিল করা ২২টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৯ প্রার্থী। বৈধ হিসেবে বিবেচিত হয়েছে ১০ প্রার্থী। তিনজনের মনোনয়নে কিছু অসংগতি থাকার কারণে দুই ঘণ্টার জন্য সময় দেওয়া হয়েছে। 

এ ছাড়া ঢাকা ৬ আসন থেকে দাখিল করা ১১টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন দুইজন। 

আজ সোমবার সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 

ঢাকা-৫-এ ঋণখেলাফির কারণে বাতিল এস এম লিটন, হলফনামা ও রিটার্ন না জমা দেওয়ার কারণে বাতিল জাকির হোসেন। এ ছাড়া মওদুদ আহমেদ, সাইফুল আলম, এস এম আরিফুল ইসলাম, মজিবুর রহমান, গিয়াস উদ্দিনেরটাও বাতিল হয়েছে। দুই ঘণ্টার সময় দেওয়া হয়েছে তিনজনকে। 

ঢাকা-৬-এ ফারহানা সাইফ এবং হানিফ মৃধার মনোনয়ন বাতিল হয়েছে। 

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ৩০ নভেম্বর। সেখানে ৩০ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৭১৩ জন মনোনয়নপত্র জমা দেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন