হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-৫ ও ৬ আসনে যথাক্রমে ৯ ও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের বৈধ ও অবৈধ মনোনয়ন প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ আসন থেকে দাখিল করা ২২টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৯ প্রার্থী। বৈধ হিসেবে বিবেচিত হয়েছে ১০ প্রার্থী। তিনজনের মনোনয়নে কিছু অসংগতি থাকার কারণে দুই ঘণ্টার জন্য সময় দেওয়া হয়েছে। 

এ ছাড়া ঢাকা ৬ আসন থেকে দাখিল করা ১১টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন দুইজন। 

আজ সোমবার সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 

ঢাকা-৫-এ ঋণখেলাফির কারণে বাতিল এস এম লিটন, হলফনামা ও রিটার্ন না জমা দেওয়ার কারণে বাতিল জাকির হোসেন। এ ছাড়া মওদুদ আহমেদ, সাইফুল আলম, এস এম আরিফুল ইসলাম, মজিবুর রহমান, গিয়াস উদ্দিনেরটাও বাতিল হয়েছে। দুই ঘণ্টার সময় দেওয়া হয়েছে তিনজনকে। 

ঢাকা-৬-এ ফারহানা সাইফ এবং হানিফ মৃধার মনোনয়ন বাতিল হয়েছে। 

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ৩০ নভেম্বর। সেখানে ৩০ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৭১৩ জন মনোনয়নপত্র জমা দেন।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন