আগামী ৫মে পর্যন্ত ঢাকা কলেজের আবাসিক হল বন্ধ ঘোষণা ও আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ। এ ঘোষণার সঙ্গে সঙ্গে একাডেমিক ভবনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেনকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
জানা যায়, এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন লেখক।
লেখক ভট্টাচার্য ঢাকা কলেজে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের কোন কমিটি নেই ঢাকা কলেজে, তাই ব্যবসায়ীরা আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে। তোপের মুখে লেখক অধ্যক্ষের সঙ্গে মিটিংয়ে বসেন বলে জানা যায়।