হোম > সারা দেশ > ঢাকা

হৃদ্‌রোগে আক্রান্ত কমলাপুর স্টেশন ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মাসুদ সারওয়ার ১৮ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। 

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জিল্লুল হাকিম গ্রিন লাইফ হাসপাতালে তাঁকে দেখতে যান। এ সময় মন্ত্রী তাঁর চিকিৎসার খোঁজখবর নেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। 

মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রাকে সফল করার জন্য তাঁর কর্মতৎপরতার ছিল প্রশংসনীয় এবং আশা করছি, খুব দ্রুতই তিনি কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।’ 

মন্ত্রী জানান, ‘উনার অবস্থা আগের চেয়ে ভালো রয়েছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেকোনো প্রয়োজনে তাঁর পাশে আছি।’

প্রসঙ্গত, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাসুদ সারওয়ার রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। 

কমলাপুর রেলওয়ের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, ঈদের আগের দিন থেকেই স্টেশন ম্যানেজার অসুস্থতা অনুভব করেন। ঈদের পরের দিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

আনোয়ার হোসেন বলেন, ‘উনি আগের চেয়ে এখন ভালো আছেন। ওনার আজ হয়তো এনজিওগ্রাম করা হবে। গত কয়েক দিন সেই অবস্থাও ছিল না।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১