গাজীপুরের শ্রীপুরে কারখানায় যাওয়ার পথে ইটবাহী ট্রাকচাপায় মো. রাসেল ব্যাপারী (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট হয়দেবপুর সড়কের বারেক মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মো. রাসেল ব্যাপারী উপজেলার গলদাপাড়া গ্রামের খোকা ব্যাপারীর ছেলে।
নিহতের চাচাতো ভাই কবির ব্যাপারী জানান, ভালুকা উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করতেন রাসেল। প্রতিদিনের মতোই রাসেল সকাল ৮টার দিকে কারখানার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে পথে বলদীঘাট হয়দেবপুর সড়কের বারেক মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে ইটবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। তিনি জানান, রাসেলের চার বছরের একটি মেয়ে রয়েছে এবং স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।