হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে ৫ চোরাই গরুসহ আটক ১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

উদ্ধার করা গরু, বাছুর। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে ৫টি চোরাই গরুসহ হায়দার সিকদার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক হায়দার সিকদার উপজেলার লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের রতন মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুপুরে একটি পিকআপ থেকে ৫টি গরু ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে নামানো হয়। এর মধ্যে দুটি গাভি, দুটি বকনা ও একটি বাছুর রয়েছে। হায়দার সিকদার গরুগুলো দেখভাল করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ হায়দার সিকদারকে আটক করে।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, পিকআপ থেকে নামানো গরুগুলো হায়দার সিকদারের হেফাজতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা তাঁকে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশে ঘটনাস্থলে গিয়ে গরুসহ তাঁকে আটক করে। গরুগুলো চোরাই বলে নিশ্চিত হওয়া গেছে। গরুর মালিককে খুঁজে গরুগুলো হস্তান্তর করা হবে।

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২