হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে হরতালের সমর্থনে ঝটিকা মশাল মিছিল, বাসে আগুন 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে আগামীকাল রোববারের হরতালের সমর্থনে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে বিএনপি। স্থানীয় বিএনপির কতিপয় নেতা কর্মী আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে মিছিল করেন। 

এর কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, কোনাবাড়ি থানা বিএনপির বেশ কিছু নেতা কর্মী আগামীকাল রোববার বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন এনটিকেসি নামক পোশাক কারখানার সামনে থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত মশাল মিছিল বের করে। তাঁরা মশাল জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন। 

এর কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আনজুমাম তেল পাম্প সংলগ্ন রাস্তায় থাকা আজমেরী পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে ৭-৮ জনের একটি দল মোটরসাইকেলে এসে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়ে চলে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন আজকের পত্রিকাকে বলেন, কোনাবাড়িতে একটি বাসে অগ্নিসংযোগের পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুল ইসলাম জানান, মশাল মিছিল ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। কিন্তু ঝটিকা মিছিল শেষে মিছিলকারীরা এবং আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা