হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে হরতালের সমর্থনে ঝটিকা মশাল মিছিল, বাসে আগুন 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে আগামীকাল রোববারের হরতালের সমর্থনে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে বিএনপি। স্থানীয় বিএনপির কতিপয় নেতা কর্মী আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে মিছিল করেন। 

এর কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, কোনাবাড়ি থানা বিএনপির বেশ কিছু নেতা কর্মী আগামীকাল রোববার বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন এনটিকেসি নামক পোশাক কারখানার সামনে থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত মশাল মিছিল বের করে। তাঁরা মশাল জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন। 

এর কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আনজুমাম তেল পাম্প সংলগ্ন রাস্তায় থাকা আজমেরী পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে ৭-৮ জনের একটি দল মোটরসাইকেলে এসে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়ে চলে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন আজকের পত্রিকাকে বলেন, কোনাবাড়িতে একটি বাসে অগ্নিসংযোগের পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুল ইসলাম জানান, মশাল মিছিল ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। কিন্তু ঝটিকা মিছিল শেষে মিছিলকারীরা এবং আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য