হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট, যমুনা সেতুতে বছরের সর্বোচ্চ টোল আদায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের যমুনা সেতুর টোল প্লাজা। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে ঘরমুখী মানুষের সংখ্যা ও গণপরিবহন। যানবাহনের অতিরিক্ত চাপ সত্ত্বেও মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। ফলে উত্তরাঞ্চলের প্রায় ২৩টি জেলার মানুষ নির্বিঘ্নে, দুর্ভোগ ও ভোগান্তিহীনভাবে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরছেন।

এদিকে যমুনা সেতু দিয়ে গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। এটি চলতি বছর এই সেতুতে আদায় হওয়া টোলের রেকর্ড।

আজ শনিবার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল অংশের সেতু পূর্ব প্রান্তের উত্তরবঙ্গগামী লেনে ৩০ হাজার ৩৯৮টি যানবাহন পার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে সিরাজগঞ্জ অংশের সেতু পশ্চিম প্রান্তের ঢাকাগামী লেনে ১৭ হাজার ৯৩৭টি যানবাহন পার হয়েছে, তাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।

গত বছরের জুনে একই সময়ে যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছিল এবং ৫৩ হাজার ৪০৭টি যানবাহন পার হয়েছিল, যা সেতুর ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় ও যানবাহন পারাপার হয়েছে। তিনি বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর উভয় প্রান্তে ফাস্ট ট্র্যাকসহ ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে সেতুর উভয় পাশে মোটরসাইকেল পারাপারের জন্য চারটি বুথ রয়েছে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং চলছে।

১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করছে। স্বাভাবিকভাবে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮ হাজার যানবাহন সেতুটি দিয়ে পারাপার হয়। তবে ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে