হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোস্তফা আবদুল্লাহ আল-নূর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) ইশতিয়াক মজনুন ইশতি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদুল হক, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক গণমুখের সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, সাবেক সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রাহিম সরকার, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের শতাধিক কর্মী।

পরে আজকের পত্রিকার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। জেলা প্রশাসক ও উপস্থিত সাংবাদিক নেতারা এতে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের নেতৃত্বে সাংবাদিকেরা অংশ নেন।

এসব কর্মসূচিতে আজকের পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল ও কালীগঞ্জ প্রতিনিধি রিয়াদ হোসেন উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা আজকের পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও কল্যাণ কামনা করেন।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার