হোম > সারা দেশ > শরীয়তপুর

হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন প্রবাসী, উৎসুক গ্রামবাসীর ভিড়

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলার বেড়া চিকন্দী উচ্চবিদ্যালয় মাঠে প্রবাসী ইদ্রিস আলী সিকদারকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরেছেন মো. ইদ্রিস আলী সিকদার (৫০) নামে এক ইতালিপ্রবাসী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার বেড়া চিকন্দী উচ্চবিদ্যালয় মাঠে তাকে নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার দেখতে গ্রামের শিশু, কিশোর, নারী, পুরুষেরা স্কুলের মাঠে ভিড় জমান।

ইদ্রিস আলী সিকদার (৫০) বেড়া চিকন্দী গ্রামের হাজি এমদাদ আলী সিকদারের ছেলে। ২০০১ সালে ইতালি পাড়ি জমান তিনি। সর্বশেষ ২০১৯ সালে তিনি দেশে এসেছিলেন। এবার ইতালি থেকে ঢাকায় নেমে গ্রামে ফিরতে হেলিকপ্টারের ব্যবস্থা করেন তিনি। তাঁর হেলিকপ্টারে চড়ে গ্রামে আসার খবর এলাকায় আলোড়ন তুলে। নীরব নামে এক ছাত্র বলেন, ‘আমাদের স্কুল মাঠে হেলিকপ্টার নামবে, এটা কখনো আশা করিনি। আজ আমরা স্কুল মাঠে হেলিকপ্টার নামতে দেখলাম। এটা আমার কাছে খুব ভালো লাগছে।’ ইদ্রিস আলী সিকদারের স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমাদের সবার ইচ্ছা ছিল, আমার স্বামী হেলিকপ্টারে চড়ে গ্রামে আসবেন। এ ছাড়া স্বামীরও এটি স্বপ্ন ছিল। তো সবার ইচ্ছাপূরণ আর এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আমার স্বামী আজ হেলিকপ্টারে চড়ে গ্রামে এসেছেন।’

ইদ্রিস আলী সিকদার বলেন, ‘আমাদের পরিবারের সবার ইচ্ছা ছিল হেলিকপ্টার নিয়ে গ্রামে আসা। বিশেষ করে এলাকার শিশু-কিশোরদের আনন্দ দেওয়ার জন্যই আজ আমার হেলিকপ্টার নিয়ে আসা। হেলিকপ্টার দেখে গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরাসহ সব বয়সী নারী-পুরুষ আনন্দ-উল্লাস করেছে। এটা দেখে আমারও আনন্দ লেগেছে।’

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি