হোম > সারা দেশ > শরীয়তপুর

হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন প্রবাসী, উৎসুক গ্রামবাসীর ভিড়

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলার বেড়া চিকন্দী উচ্চবিদ্যালয় মাঠে প্রবাসী ইদ্রিস আলী সিকদারকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরেছেন মো. ইদ্রিস আলী সিকদার (৫০) নামে এক ইতালিপ্রবাসী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার বেড়া চিকন্দী উচ্চবিদ্যালয় মাঠে তাকে নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার দেখতে গ্রামের শিশু, কিশোর, নারী, পুরুষেরা স্কুলের মাঠে ভিড় জমান।

ইদ্রিস আলী সিকদার (৫০) বেড়া চিকন্দী গ্রামের হাজি এমদাদ আলী সিকদারের ছেলে। ২০০১ সালে ইতালি পাড়ি জমান তিনি। সর্বশেষ ২০১৯ সালে তিনি দেশে এসেছিলেন। এবার ইতালি থেকে ঢাকায় নেমে গ্রামে ফিরতে হেলিকপ্টারের ব্যবস্থা করেন তিনি। তাঁর হেলিকপ্টারে চড়ে গ্রামে আসার খবর এলাকায় আলোড়ন তুলে। নীরব নামে এক ছাত্র বলেন, ‘আমাদের স্কুল মাঠে হেলিকপ্টার নামবে, এটা কখনো আশা করিনি। আজ আমরা স্কুল মাঠে হেলিকপ্টার নামতে দেখলাম। এটা আমার কাছে খুব ভালো লাগছে।’ ইদ্রিস আলী সিকদারের স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমাদের সবার ইচ্ছা ছিল, আমার স্বামী হেলিকপ্টারে চড়ে গ্রামে আসবেন। এ ছাড়া স্বামীরও এটি স্বপ্ন ছিল। তো সবার ইচ্ছাপূরণ আর এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আমার স্বামী আজ হেলিকপ্টারে চড়ে গ্রামে এসেছেন।’

ইদ্রিস আলী সিকদার বলেন, ‘আমাদের পরিবারের সবার ইচ্ছা ছিল হেলিকপ্টার নিয়ে গ্রামে আসা। বিশেষ করে এলাকার শিশু-কিশোরদের আনন্দ দেওয়ার জন্যই আজ আমার হেলিকপ্টার নিয়ে আসা। হেলিকপ্টার দেখে গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরাসহ সব বয়সী নারী-পুরুষ আনন্দ-উল্লাস করেছে। এটা দেখে আমারও আনন্দ লেগেছে।’

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার