হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা শাহজাহান ওমরের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেওয়া হয়েছে। 

আজ বুধবার ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদের তাঁকে জামিন দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।

৯ নভেম্বর শাহজাহান ওমরকে কারাগারে পাঠানো হয়। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করার পর আইনজীবীরা দায়রা আদালতে জামিনের আবেদন করেন। 

৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বিল্লাল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন। মামলায় বাস পোড়ানো  ক্ষয়ক্ষতির জন্য দন্ডবিধির ৪৩৫ ও ৪২৭ ধারার অভিযোগ আনা হয়। একই সঙ্গে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় ৫ নভেম্বর ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিনই তাঁকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে