ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের মোবাইল নম্বর হ্যাক করে তাঁর ছবি ব্যবহার করে বিভিন্নজনের কাছে ফোন করছে দুষ্কৃতকারীরা। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ছবি সংবলিত মোবাইল নম্বর থেকে ফোন করে কোনো কিছুর বিনিময়, কোনো কার্য সম্পাদন বা প্রলোভন দেখালে এ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হলো। উল্লেখ্য, সিনিয়র সচিব মহোদয় সরকারি কাজে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আপনার সচেতনতাই পারে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে। আপনার পরিচিতজনদের এ বিষয়ে সতর্ক করুন।’
এ ধরনের পরিস্থিতির শিকার হলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।