হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরের রীনার ১০ লাখ এখন ৩ কোটি টাকা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ মে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তাঁদের মধ্যে চারজন আওয়ামী লীগ সমর্থক এবং অপর প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত। তাঁরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হলফনামা অনুযায়ী অর্থ-সম্পদে এগিয়ে আছেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন। তিনি ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন। ২০১৪ সালেও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ান। ২০১৪ সালের হলফনামা পাওয়া গেলেও ২০১৮ সালের হলফনামা নেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।

তাই ২০১৪ ও ২০২৪ সালে দাখিল করা হলফনামা পর্যালোচনায় জানা গেছে, তাঁর স্বামীর নাম সেলিম উল্লা সরকার। ২০১৪ সালে তাঁদের উভয়ের আয় ছিল ৫০ হাজার টাকা, নগদ টাকা ছিল ৭৬ হাজার ৫০০, ব্যাংকে জমা ছিল ৯ লাখ ৮৩ হাজার টাকা। ২০২৪ সালে তাঁদের আয় প্রায় অর্ধকোটি (৫০ লাখ ৮৭ হাজার ২৮ টাকা), নগদ আছে ২ লাখ ৭০ হাজার টাকা, ব্যাংকে জমা আছে প্রায় ৩ কোটি টাকা। এ ছাড়া এই দম্পতির অন্য সম্পদ বেড়েছে বহুগুণ।

২০২৪ সালে তিনি আইন পেশা থেকে আয় করেছেন ৫ লাখ ৬০ হাজার এবং বাড়িভাড়া বাবদ ২ লাখ ৪০ হাজার। শেয়ার-সঞ্চয় থেকে আয় করেছেন ৭ লাখ ১৫ হাজার ৯৩১ টাকা। সম্মানী ও ডেইরি ফার্ম থেকে তিনি আয় করেছেন ১৪ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে, ২০১৪ সালে তাঁর স্বামীর কোনো আয় না থাকলেও এখন আয়  ২০ লাখ ৯১ হাজার ৯৭ টাকা।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট