হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে বিআরটিসি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার রাজধানীর মিরপুরে বাসে আগুনের ঘটনা ঘটেছে। দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা মিরপুর ১০ নম্বরে বিআরটিসির বাসে আগুন দেয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপণ করে।

এর আগে ফায়ার সার্ভিস জানায়, গত ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত ১৬টি আগুন লাগার সংবাদ পেয়েছে তারা। এ ঘটনায় ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজি, একটি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন জনবল কাজ করে।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন