নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারের ঘাটতি রয়েছে বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হলেও তা মানছেন না কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলছেন, এই মুহূর্তে দেশে সারের কোনো ঘাটতি নেই। আজ সোমবার ৩৬ তম এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের কর্মসূচি জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসে এ মন্তব্য করেন কৃষিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নে সারের দাম নিয়ে কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, ‘এ মুহূর্তে সারের কোনো ঘাটতি নেই। কোনো কারণে দাম একটু এদিক-সেদিক থাকতে পারে। আমি বলতে পারি, আমাদের সারের কোনো ঘাটতি নেই।’