হোম > সারা দেশ > ঢাকা

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

প্রায় দুই কোটি টাকার স্বর্ণ নিয়ে পালানোর সময় এপিবিএনের হাতে আটক দুই চোরাকারবারি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ির টুলবক্সে করে প্রায় দুই কোটি টাকার স্বর্ণ নিয়ে পালানোর সময় দুই চোরাকারবারিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকালে বিমানবন্দরের ১ ও ২ নম্বর ক্যানোপির মধ্যবর্তী এলাকা থেকে শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামের ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

এপিবিএন জানায়, ১ ও ২ নম্বর ক্যানোপির মধ্যবর্তী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফুল আলম ও জুবায়ের তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৭-৫২৫৪) নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে শরীফুল ও জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী দুজনের সিটের মাঝখানে থাকা গাড়ির টুলবক্স থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। কফি রঙের ছোট ব্যাগে থাকা ১৩টি স্বর্ণবারের ওজন ১ কেজি ৫৭৮ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা।

এই ঘটনায় শনিবার সন্ধ্যায় বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। এপিবিএন রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

জিজ্ঞাসাবাদের পর এপিবিএন জানিয়েছে, শরীফুল ও জুবায়ের বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে নিয়ে আসতেন। তারা দীর্ঘ দিন ধরে একটি স্বর্ণ চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত এবং ওই চক্রের রিসিভার হিসেবে কাজ করতেন।

রাজধানীর বসুন্ধরায় মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন