হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ডের গোপন কক্ষে ক্যামেরা, গ্রেপ্তার ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘উইমেন্স ওয়ার্ল্ড’ নামে একটি বিউটি পার্লারের বিভিন্ন কক্ষে গোপনে সিসি ক্যামেরা বসিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২) ও এইচ এম জুয়েল খন্দকার (৩৩)।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান তিনজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক নারীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে অভিযান চালায়। এরপর সেখান থেকে আটটি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিন জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই মো. একরামুল হক বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের দুই মালিক তাসলিমা চৌধুরী কনা আলম ও ফারনাস আলমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। দুই মালিক এখনো গ্রেপ্তার হননি।

উল্লেখ্য, অভিযোগকারী নারী ওই পার্লারের সেবাগ্রহীতা ছিলেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস