কিশোরগঞ্জে কাল বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহতের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
আজ (মঙ্গলবার) সন্ধ্যায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ্ কায়সার শহীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন এবং আহত হন আরও দুই শতাধিক নেতা-কর্মী। এর প্রতিবাদে জেলা বিএনপির পক্ষ থেকে কাল বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল আহ্বান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্ধবেলা হরতাল সফল করতে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান।