হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীসহ টিপু মুনশির জমি জব্দ, ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিপু মুনশি। ফাইল ছবি

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী মালবিকা মুনশির বাড়ি, জমি, গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

জব্দ হওয়া সম্পত্তির মধ্যে টিপু মুনশির রয়েছে রাজধানীর উত্তরার প্লটসহ তিনতলা ভবন ও রংপুরের পীরগাছা থানার ৯১ দশমিক ৯২ শতাংশ জমি। এ ছাড়া ১১টি ব্যাংক হিসাব, ৯টি শেয়ার ও ২টি গাড়ি। এসব হিসাবে ৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। এর মধ্যে ১১টি ব্যাংক হিসাবে আছে ২ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা। ৯ শেয়ার ও ২ গাড়ির মূল্য ৫ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।

মালবিকা মুনশির রয়েছে রাজধানীর গুলশানে একটা জমি, একটি ব্যাংক হিসাব, পরিবারের সঞ্চয়পত্রসহ ১০ প্রতিষ্ঠানের ৪ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার।

দুদকের আবেদনে বলা হয়, টিপু মুনশি দায়িত্বে থাকাকালে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। পাশাপাশি তাঁর নামে থাকা ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা জমা ও ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা মোট ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন ইতিপূর্বে মামলা করেছে।

এই অবস্থায় আসামিদের নামীয় ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট এসব স্থাবর সম্পদ, গাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ অন্যান্য হিসাবের অর্থ (অস্থাবর সম্পদ) অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে নিম্নবর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির কারণ রয়েছে। এমতাবস্থায় এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ হওয়া আবশ্যক।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ