হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ডাকাতি ও পাথর নিক্ষেপের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুরের টঙ্গী ও রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। 

গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনা জেলার রিপন মিয়া (২৩), গাজীপুরের রমজান হোসেন (২২), আসিফ দেওয়ান (২০), ভোলার আইমান (১৮) এবং নেত্রকোনা জেলার আলাউদ্দিন। তাঁরা সবাই টঙ্গী ও আশপাশের এলাকার বিভিন্ন বস্তিতে বাস করতেন। 

গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাকু, তিনটি খুর, একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে বলেও জানায় র‍্যাব। গত বৃহস্পতিবার রাতে একই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা ও রেলওয়ে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

র‍্যাব বলছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটিতে ঢিল ছুড়ে ডাকাতি ঘটনা ঘটে। এ সময় ট্রেনের স্টুয়ার্ডসহ (টিকিট দেখভাল করেন)  অন্তত পাঁচজন আহত হন। ছিনতাইয়ের ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানা-পুলিশ টঙ্গীর রেলস্টেশনের আশপাশে অভিযান চালায়। এ সময় ৯ জনকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার ট্রেনের স্টুয়ার্ড গোপালচন্দ্র বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব।  

র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হবে। পুলিশ তাঁদের আদালতে নিয়ে যাবে।’

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন