হোম > সারা দেশ > ঢাকা

বিমানের ১১০০ কোটি টাকা ক্ষতি, বলাকায় দুদকের অনুসন্ধান দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রুটিপূর্ণ বিমান লিজ নিয়ে বারবার মেরামত করে সরকারের ১ হাজার ১০০ কোটি টাকা লোকসান হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি এতে অনিয়ম খুঁজতে দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধানের অনুরোধ জানায়। এর অংশ হিসেবে সংস্থাটির কর্মকর্তারা অনুসন্ধান শুরু করেছেন।

প্রথম ধাপে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে চিঠি দিয়ে ১৩ ধরনের নথি চেয়েছে দুদকের অনুসন্ধান দল। এবার দলটি সরেজমিনে বিমানের সদর দপ্তর বলাকায় পরিদর্শন করেছে।

আজ বুধবার বেলা ১১টায় দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল সেখানে উপস্থিত হয়। বেলা ৩টার দিকে বলাকা থেকে বের হন দুদক কর্মকর্তারা।

তদন্ত দলের একজন কর্মকর্তা জানান, অনুসন্ধানের অংশ হিসেবে বলাকায় সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

বিশেষ কোনো আলামত পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো সেভাবে কিছুই পাওয়া যায়নি। আমরা যেসব নথি চেয়েছি, সেগুলোর বিষয়ে কথা হয়েছে এবং আরও কিছু তথ্যের প্রয়োজনে বলাকায় যাওয়া হয়।’

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘২০১৪ সালে একটি ত্রুটিপূর্ণ উড়োজাহাজ লিজ নিয়েছে বিমান। লিজ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে তদন্ত করতে আজকে দুদক কর্মকর্তারা বলাকা ভবনে এসেছেন। দুদকের তদন্তে আমরা সব ধরনের সহযোগিতা করছি।’

আট বছর আগে মিসর থেকে পাঁচ বছরের জন্য লিজ নেওয়া দুটি উড়োজাহাজ এবং ভাড়া আনা একটি ইঞ্জিনের জন্য প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা গচ্চা দিয়েছে বিমান। এ নিয়ে তদন্তে নেমে বিমানের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিষয়টি অধিকতর তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে গত ২৪ মে দুদকের কাছে সুপারিশ পাঠায় কমিটি। এর পরিপ্রেক্ষিতে স্থায়ী কমিটির ১ নম্বর সাব-কমিটির তদন্ত প্রতিবেদন ও স্থায়ী কমিটির সুপারিশ আমলে নিয়ে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল