হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে সাবেক এমপি দুর্জয় কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি

আজ বেলা সোয়া ৩টার দিকে দুর্জয়কে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে বিস্ফোরক আইনের দুটি মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ নির্দেশ দেন।

এর আগে গত বুধবার রাতে রাজধানীর লালমাটিয়ার নিজের বাসা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করেন মানিকগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরদিন বৃহস্পতিবার তাঁকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় হওয়া বিস্ফোরণ আইনের মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন দুর্জয়। মামলার বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ন কবির জানান, আসামি দুর্জয়কে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন