হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিএনপি শুধু ক্ষমতা চায়, ভোটে যেতে চায় না: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে আমরা দেখেছি, তারা সার-বিদ্যুৎ লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের লোকজন বিদ্যুৎ পায়নি। আবার বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব সামাজিক ভাতা বন্ধ করে দেবে। আপনারা কেউ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাবেন না। তাই সবকিছু ঠিক রাখতে পুনরায় আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবেন।’—বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয় মাঠে জেলা যুবলীগের আয়োজনে পৌর এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় গিয়ে কী করবে, তা তারা জানায় না। বিএনপি ক্ষমতায় গিয়ে কী মানুষ মারবে, মানুষদের না খাওয়ায়ে রাখবে, নাকি গ্রেনেড হামলা করে মানুষ মারবে, নাকি তারা মানুষজনদের ঘরবাড়ি বানিয়ে দেবে অথবা আরও ভাতার ব্যবস্থা করবে—এমন কিছু তো বলে না।’ 

বিএনপির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন আসছে। তাই তারা রাস্তাঘাটে মিছিল করে, ভাঙচুর করে, আগুন দেয়, গাড়ি পোড়ায়, ইটপাটকেল মারে। এতে মানুষসহ পুলিশ আহত হন। তারা বলে আমরা ক্ষমতায় যাব। বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগকে ধাক্কা মেরে তারা ক্ষমতায় যেতে চায়। কারণ, তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিরোধী দল শুধু ক্ষমতায় যেতে চায়, তারা ভোটে যেতে চায় না। ভোটের কথা বলে না, ভোট করতেও চায় না। কারণ, জনগণ তো তাদের ভোট দেবে না, সেটা তারা জানে। এ জন্য তারা নির্বাচনে আসার কথা বলে না, খালি চায় ক্ষমতা।’ 

জাহিদ মালেক আরও বলেন, ‘প্রতিজন মানুষকে ভ্যাকসিন দিতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। অনেক ধনী দেশ করোনাভাইরাসের চিকিৎসা ও ভ্যাকসিন বিনা মূল্যে দেয়নি। বাংলাদেশে আমরা বিনা মূল্যে ভ্যাকসিন ও চিকিৎসাসেবা দিয়েছি।’ 

জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, পৌরসভা মেয়র রমজান আলী, আওয়ামী লীগের নেতা সুলতানুল আজম খান আপেল, সুদেব কুমার সাহা প্রমুখ। 

এর আগে দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী তাঁর নিজ উদ্যোগে চার হাজার কম্বল বিতরণ করেন। পরে সন্ধ্যার দিকে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ