হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ দুটি লরি লাইনচ্যুত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ২টি লরি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী ঢালুতে উল্টে পড়ে গেছে। এ ছাড়া সামনের একটি  লরি লাইনচ্যুত হয়েছে। এতে তেলবাহী ট্রেনের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেলে সোয়া ৫টার দিকে মির্জাপুর রেলস্টেশনের পশ্চিমাংশে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে রংপুর ডিপোতে যাচ্ছিল। ট্রেনের ১৫টি লরি ছিল। এর মধ্যে ইঞ্জিনসহ অকটেন ভর্তি ট্রেনের সামনের দুটি লরি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায়।

কামরুল হাসান আরও জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ৯৮১ ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনে ক্রসিং হওয়ার কথা ছিল। তেলবাহী ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে রেখে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে চলে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৯৮১ তেলবাহী ট্রেনটিকে লুপ লাইনে প্রবেশ করার জন্য সিগনাল দেওয়া হয় এবং ট্রেনটি যেন স্টেশনে দাঁড়ায় সে ব্যবস্থা করা হয়। কিন্তু তেলবাহী ট্রেনটির ব্রেকিং সিস্টেমে কাজ না করায় এবং ব্রেক কন্ট্রোল করতে না পারায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক তাঁকে জানান।

স্টেশন মাস্টার কামরুল হাসান আরও জানান, এতে ট্রেনের ইঞ্জিন এবং ইঞ্জিনের সঙ্গে একটি লরি ট্রেন লাইনের বাইরে উল্টে পড়ে যায়। এ ছাড়া অপর একটি লরির সামনের অংশ লাইনচ্যুত হয়। এ কারণে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিকে মহেড়া স্টেশনে বেশ কিছু সময় বিলম্বিত করানো হয়। তবে তেলবাহী ট্রেনটি লুপ লাইনে লাইনচ্যুত হওয়ায় মেইন লাইন সচল রয়েছে। সে কারণে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে পরে পাসিং করাতে সক্ষম হয়েছেন। এ ছাড়া তেলবাহী ট্রেনটি লুপ লাইনে থাকায় মেইন লাইন দিয়ে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হবে না। আর দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উদ্ধার কাজ দ্রুতই শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু