হোম > সারা দেশ > ঢাকা

‘উপাচার্যদের লক্ষ্য সরকারের এজেন্ডা বাস্তবায়ন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেছেন, ‘সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যখনই সাধারণ শিক্ষার্থীরা কোনো বিষয় নিয়ে আন্দোলন করে, তখনই সরকারের নিয়োগ করা ভিসিরা (উপাচার্য) সেটা বানচাল করে দেয়। উপাচার্যদের একমাত্র লক্ষ্য হচ্ছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা। প্রকৃত পক্ষে তাঁরা ছাত্রদের সমস্যা নিয়ে কখনো কাজ করে না।’ 

প্রেসক্লাবে এক প্রতীকী অনশন কর্মসূচিতে আজ শুক্রবার তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানায় সংগঠনটি। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিও জানায় সংগঠনটি। 

তরিকুল ইসলাম বলেন, করোনা সমস্যা দেখিয়ে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে মৃতপ্রায় শিক্ষাব্যবস্থাকে শ্মশানে সৎকার করার অপচেষ্টা করা হচ্ছে। এর প্রথম ধাপের অংশই হচ্ছে শাবিপ্রবিতে হামলা। 

এ সময় সংগঠনের সভাপতি মোশারফ হোসেন শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগ ও শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। এ ছাড়া শাবিপ্রবিতে অনশনরত শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে সেই দায়ভার সরকারকে নিতে হবে বলে দাবি করেন মোশারফ হোসেন। 

এতে উপস্থিত ছিলেন নাগরিক ছাত্র ঐক্যের ঢাকা মহানগরীর আহ্বায়ক আব্দুল আলিফ, সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহম্মেদ, শেরিফ ফারুকি, খালিদ হোসেন শান্ত, সাজ্জাদ খান, খায়রুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান