হোম > সারা দেশ > মাদারীপুর

দল টিকিয়ে রাখার জন্য বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: চিফ হুইপ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

দল টিকিয়ে রাখার জন্য বিএনপিকে নির্বাচনে আসতেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। আজ বুধবার সকালে শিবচরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ বলেছেন, ‘আপনাদের (বিএনপি) দল টিকিয়ে রাখার জন্য আপনাদেরকে নির্বাচনে আসতেই হবে। বিএনপি যদি মনে করে তাদের ছাড়া নির্বাচন হবে না, সেটা ভুল ধারণা। আপনারা (বিএনপি) যদি বারবার নির্বাচন নিয়ে এমন ষড়যন্ত্র করেন, তাহলে আপনাদের পরিণতি এক সময় ওই পাকিস্তানের মুসলিম লীগের মতোই হবে।’

এ সময় তিনি বলেন, ‘বিদেশিরা যা বলেছে, সবাই যেটা চাচ্ছে, সাধারণ মানুষ যেটা চায় তা হলো-একটি সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচন। আমরাও চাই, একটি সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হবে।’

চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী আরও বলেন, ‘এখন আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, জনগণ তখন বোঝে নাই। জনগণ যদি রাস্তায় নামতো, তাহলে ওই কয়েকজন সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে রেহাই পেত না। আজকে যদি শেখ হাসিনার কিছু হয়, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে।’

হুইপ আরও বলেন, ‘এই দক্ষিণবঙ্গের মূল হলো শিবচর। শিবচরের সবাই মিলে তখন এই দক্ষিণবঙ্গ বন্ধ করে দেওয়া হবে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস আপনারা (বিএনপি) কেউ আর করবেন না। কারণ আজকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা আর সেই জায়গায় নেই। আওয়ামী লীগের কোটি কোটি নেতা-কর্মী যদি রাস্তায় নামে, তাহলে কোনো ষড়যন্ত্রকারী এই বাংলার মাটিতে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না।’

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লাসহ নেতা-কর্মীরা।

পরে চিফ হুইপ নবনির্মিত শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আই এইচ টি) এর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে