হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়ল ১২ কেজির আইড়, ২৭ হাজারে বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে স্থানীয় জেলে কবির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে কবির হালদার জানান, বেশ কিছুদিন পদ্মা নদীতে এমন মাছ পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার খুব ভোরে নদীতে মাছ শিকারে বের হন তিনিসহ তার সহযোগীরা ।ভোর ৬ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় আইড় মাছটি আটকা পরে। অনেক দিন পরে মাছ পেয়ে সবাই তো মহা খুশি। পরে মাছটি বিক্রির জন্য বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন । সেখানে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে আমাকে মোবাইলের মাধ্যমে জানালে মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরি ঘাট পন্টুনের সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা মাছ দেখতে ভিড় করেন। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৬০০ টাকায় কিনে নেন।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে এই মাছগুলো দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান