হোম > সারা দেশ > ঢাকা

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলা চলবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকা তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে ওই মামলা দায়ের করা হয়। মামলা বাতিলের আবেদন করলে ২০১৮ সালে হাইকোর্ট তা খারিজ করে দেন। এর পর আপিল বিভাগে আবেদন করেন মির্জা আব্বাস।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রেজাক খান ও সগীর হোসেন লিয়ন। রেজাক খান বলেন, ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত আয়কর নিয়ে এনবিআর একটি মামলা করেছিল। সেই মামলায় মির্জা আব্বাসের ৮ বছর দণ্ড হয়। তবে হাইকোর্টে আপিলের পর ২০১২ সালে তিনি খালাস পান। পরে একই বিষয়ে দুর্নীতি দমন কমিশন মামলা করে। আমরা বলেছি একই বিষয়ে দুবার মামলা চলতে পারে না।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার