হোম > সারা দেশ > ঢাকা

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

সাভার(ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ওই পোশাক কারখানায় আগে নিয়মিতভাবে শ্রমিক ও কর্মকর্তাদের বেতন পরিশোধ করা হতো। কিন্তু জানুয়ারি মাস থেকে কারখানার মালিকপক্ষ বেতন পরিশোধ করেন না। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে। সে কারণে কারখানার শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের দাবি মালিকপক্ষ বেতন কবে নাগাদ পরিশোধ করেন তা নিয়ে টালবাহানা করছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা সমাধানের চেষ্টা করছি।

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

অবরোধ চলাকালে সড়কে যাত্রীদের ভোগান্তি তুলে ধরে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ। কয়েক দফা অনুরোধ করার পরও শ্রমিকেরা সড়ক না ছাড়ায় বিকেল ৪টার দিকে কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল শুরু হয়।

পুলিশ জানায়, শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধের চেষ্টা চলছে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩