হোম > সারা দেশ > ঢাকা

ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসি মালিককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার হামলাকারী সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)। ছবি: সংগৃহীত

চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।

রোববার (২০ জুলাই) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার রাতে বংশাল থানার সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাতুলকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ।’

গত ১৬ জুলাই বিকেল ৩টা ১৬ মিনিটে চকবাজারের ১২৪ নাজিমউদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত আব্দুল্লাহ ফার্মেসিতে হামলার ঘটনা ঘটে। দোকানে ঢুকে ফার্মেসির মালিক নাহিদুল ইসলামের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক যুবক। স্থানীয়রা নাহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে ভিকটিম নিজেই চকবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে নাহিদুল উল্লেখ করেন, ঘটনার দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি তার দোকানে এসে ঘুমের ওষুধ কিনতে চান। নাহিদুল প্রেসক্রিপশন চেয়ে বসলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে দোকান ছেড়ে চলে যান। কয়েক ঘণ্টা পর, বিকেল ৩টা ১৬ মিনিটে ওই ব্যক্তি আবার দোকানে ফিরে এসে কিছু বলার আগেই তাঁকে ছুরিকাঘাত করেন।

ঘটনার পরপরই চকবাজার থানায় মামলা রুজু হয়। তদন্তে নামে সহকারী পুলিশ কমিশনারের (চকবাজার জোন) নেতৃত্বাধীন একটি টিম। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সোর্সের তথ্যের ভিত্তিতে তারা হামলাকারীকে শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে শনিবার রাতে বংশালের সাতরওজা এলাকা থেকে সাদ্দাতুল ইসলাম আপন ভূঞাকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে সাতরওজার আগা সাদেক রোডের ৬৬/১ নম্বর বাসার বাথরুমের ফল্স ছাদ থেকে হামলায় ব্যবহৃত ছুরি, তাঁর পরনের রক্তমাখা জামা, প্যান্ট এবং স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার