হোম > সারা দেশ > ঢাকা

ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসি মালিককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার হামলাকারী সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)। ছবি: সংগৃহীত

চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।

রোববার (২০ জুলাই) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার রাতে বংশাল থানার সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাতুলকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ।’

গত ১৬ জুলাই বিকেল ৩টা ১৬ মিনিটে চকবাজারের ১২৪ নাজিমউদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত আব্দুল্লাহ ফার্মেসিতে হামলার ঘটনা ঘটে। দোকানে ঢুকে ফার্মেসির মালিক নাহিদুল ইসলামের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক যুবক। স্থানীয়রা নাহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে ভিকটিম নিজেই চকবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে নাহিদুল উল্লেখ করেন, ঘটনার দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি তার দোকানে এসে ঘুমের ওষুধ কিনতে চান। নাহিদুল প্রেসক্রিপশন চেয়ে বসলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে দোকান ছেড়ে চলে যান। কয়েক ঘণ্টা পর, বিকেল ৩টা ১৬ মিনিটে ওই ব্যক্তি আবার দোকানে ফিরে এসে কিছু বলার আগেই তাঁকে ছুরিকাঘাত করেন।

ঘটনার পরপরই চকবাজার থানায় মামলা রুজু হয়। তদন্তে নামে সহকারী পুলিশ কমিশনারের (চকবাজার জোন) নেতৃত্বাধীন একটি টিম। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সোর্সের তথ্যের ভিত্তিতে তারা হামলাকারীকে শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে শনিবার রাতে বংশালের সাতরওজা এলাকা থেকে সাদ্দাতুল ইসলাম আপন ভূঞাকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে সাতরওজার আগা সাদেক রোডের ৬৬/১ নম্বর বাসার বাথরুমের ফল্স ছাদ থেকে হামলায় ব্যবহৃত ছুরি, তাঁর পরনের রক্তমাখা জামা, প্যান্ট এবং স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই