হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর গুলশান কোকাকোলা মোড়ে যাত্রীবাহী বাস চাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মারা যান। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

মৃত শফিকুলের চাচাতো ভাই ফারুক ইসলাম জানান, তাদের বাসা গুলশান নদ্দা এলাকায়। বাবার নাম আব্দুস সালাম। শফিকুল আগে ডিসের ব্যবসা করতেন। তবে বর্তমানে কিছু করতেন না। 

গত রাতে গুলশান কোকাকোলার মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় যাত্রীবাহী ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের চাপায় গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে রাতেই তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শফিকুল চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যায়। 

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শিল্পী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার