হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মেদ এ আদেশ দেন। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় মশিউর রহমানকে এক দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই খান মনিরুজ্জামান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বৃহস্পতিবার মশিউরকে এক দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। 

এর আগে গত বুধবার বিকেলে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের ২ নম্বর গেট থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে ২০২১ সালের ২৫ মার্চ মতিঝিল এলাকায় মিছিল-সমাবেশ করে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। তাঁরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। যানবাহন ভাঙচুর করেন, পুলিশের কর্তব্য কাজে বাধা দেন এবং পুলিশকে মারধর করেন বলে ওই সময় অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ২০২১ সালের ২৭ মার্চ মতিঝিল থানায় মামলা দায়ের করে পুলিশ। মশিউরকে আটক করার পর এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

এ মামলায় গত মঙ্গলবার এক দিনের রিমান্ড শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে পাঠানো হয়।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮