রুট পারমিটবিহীন বাস জব্দ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানের খবরে মুহূর্তেই বাসশূন্য হয়ে গেছে রাজধানীর সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় বের হওয়া নগরবাসী।
আজ বুধবার সকালে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারে পূর্বঘোষণা অনুযায়ী, রুট পারমিটবিহীন বাস ও পারমিটবিহীন রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে যৌথ অভিযানে নামেন ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ। মোবাইল কোর্টের সঙ্গে বিআরটিএ, ডিএমপি প্রতিনিধি ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, মোবাইল কোর্ট শুরু হলে বাসের লোকজন অভিযানের খবরে সটকে পড়ে। এ সময় রাজধানীর ব্যস্ততম গুলিস্তান, মতিঝিল এলাকার সড়কগুলো ফাঁকা হয়ে যায়। রুট পারমিট নেই এমন সব বাস ও মিনিবাস অদৃশ্য হয়ে যায়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ বলেন ‘বাস রুট রেশনালাইজেশন’ কমিটির ১৯তম সভার সিদ্ধান্তের আলোকে এ অভিযান চালানো হয়।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম জানান, রুট পারমিট না থাকায় এখন পর্যন্ত ২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় ৬টি গাড়িকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডাম্পিং করা গাড়ি দুটি হচ্ছে ওয়েলকাম সার্ভিস ও দাউদকান্দি সুপার।