হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, আহত অন্তত ৪ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুপক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় লিয়াকত আলী ওরফে লাইক্কা মিস্ত্রি ও হযরত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে। 

আজ রোববার বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পরে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’ 

এর আগে শনিবার বিকেল থেকেই উপজেলার মেথিকান্দা এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল মিয়া (৪৮) নামে একজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত অন্যদের নাম জানা যায়নি। লিয়াকত আলী ওরফে লাইক্কা মিস্ত্রির বাড়ির নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের সমর্থক। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২২ জুন নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের হামলায় নিহত হন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া। এ ঘটনায় হযরত আলী ওরফে হরজুর সমর্থকদের সঙ্গে লিয়াকত আলী মিস্ত্রি বাড়ির সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধ আবার নতুন করে দেখা দেয়। এরই জেরে শনিবার বিকেল থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে লিয়াকত আলীর সমর্থকদের ওপর রুবেলের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। এতে উভয়পক্ষের চারজন আহতসহ একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ব্যক্তি লিয়াকত আলীর সমর্থক বলে জানা গেছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি