নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুপক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় লিয়াকত আলী ওরফে লাইক্কা মিস্ত্রি ও হযরত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পরে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’
এর আগে শনিবার বিকেল থেকেই উপজেলার মেথিকান্দা এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল মিয়া (৪৮) নামে একজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত অন্যদের নাম জানা যায়নি। লিয়াকত আলী ওরফে লাইক্কা মিস্ত্রির বাড়ির নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের সমর্থক।