হোম > সারা দেশ > ঢাকা

দুই বাসের পাল্লাপাল্লি, মাঝে পড়ে প্রাণ গেল হেলপারের

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে জিসান (১৭) নামে এক বাসের হেলপার মারা গেছে। সে মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুরে চলাচল করা পরিস্থান বাসের হেলপার ছিল। 

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১ নম্বর চাইনিজের উল্টো দিকের সড়কে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত জিসান ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে মিরপুর শেওড়াপাড়ায় থাকত। 

হাসপাতালে পরিস্থান বাসের আরেক গাড়িচালক তোফাজ্জল হোসেন জানান, সকালে পরিস্থান বাসটি আব্দুল্লাহপুর থেকে মোহাম্মদপুর যাচ্ছিল। সেই বাসের হেলপার ছিল জিসান। বাসটি মিরপুর ১ নম্বর চাইনিজের বিপরীত পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছিল। প্রজাপতি নামের আরেকটি বাস তাদের বাসের পাশাপাশি চলে আসে তখন। এ সময় পরিস্থান বাসটি চলতে শুরু করলে জিসান বাসে ওঠার মুহূর্তে প্রজাপতি ও পরিস্থান বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয়। 

তোফাজ্জল আরও জানান, গুরুতর আহত অবস্থায় জিসানকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায় সে। 

হাসপাতালে নিহত জিসানের বাবা মো. মনির হোসেন জানান, দুই ভাইয়ের মধ্যে জিসান ছিল বড়। সে পরিস্থান বাসের হেলপারের কাজ করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এক বাসের হেলপারকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, সে দুই বাসের মাঝে চাপা পড়েছিল। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। 

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, দুই বাসের পাল্লাপল্লিতে মাঝে পড়ে গুরুতর আহত হয় এক বাসের হেলপার। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ঘটনার পরপরই পরিস্থান ও প্রজাপতি নামে দুটি বাস জব্দ ও দুই চালককে আটক করা হয়েছে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৫

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন