হোম > সারা দেশ > ঢাকা

আদম তমিজির বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 

রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে ব্যবসায়ী আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজ শুক্রবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) দক্ষিণখান থানায় মামলাটি করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম। 

মামলায় আদম তমিজি হক সম্পর্কে বলা হয়েছে, তিনি একজন শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজ সেবক। তিনি এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

মামলা প্রসঙ্গে দক্ষিণখান থানার ওসি সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি সাইবার নিরাপত্তা আইনে হয়েছে। ফেসবুক, মোবাইল, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে সে (আদম তমিজি হক) অপমান, অপদস্থ করেছে, রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছে। এর প্রেক্ষিতে কাউন্সিলর আনিছুর রহমান নাঈম বাদী হয়ে আমাদের থানায় মামলা দিয়েছেন।’ 

মামলায় আর কাকে আসামি করা হয়েছে জানতে চাইলে ওসি সিদ্দিক বলেন, ‘ওনাকেই (তমিজি হক) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া তার সঙ্গে তার সাঙ্গ–পাঙ্গদের আসামি করা হয়েছে। যদিও তাদের নাম উল্লেখ নাই। আমরা তদন্তে বের করব, কারা এর সঙ্গে জড়িত।’ 

মামলার বাদী ডিএনসিসির ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির পিতাকে নিয়ে সে (তমিজি হক) বিভিন্ন বাজে মন্তব্য করেছে, যা একটি সাইবার আইনে অপরাধ।’ 

তিনি বলেন, ‘সে (তমিজি হক) রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে, রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে কথা বলেছে, জাতির জনকের কন্যা ও জাতির জনককে নিয়ে বাজে মন্তব্য করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো শুধু রাষ্ট্রের প্রধানমন্ত্রী নন। আমরা যে চেতনায় বিশ্বাস করি, সেই বঙ্গবন্ধুর একমাত্র আদর্শের উত্তরাধিকারী তিনি।’ 

কাউন্সিলর নাঈম বলেন, ‘সে এত বড় দুঃসাহস দেখায়, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, জাতির জনকের বিরুদ্ধে কথা বলে। তাই বাজে কথার বিরুদ্ধে, বাজে লোকদের বিরুদ্ধে রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে দায়িত্ব মনে করে এবং ভবিষ্যতেও যেন কেউ এমন দুঃসাহস কেউ না করতে পারে, তার জন্যই আমি আইনি পদক্ষেপ নিয়েছি।’ 

আদম তমিজি হকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাটি করেছেন বলেও উল্লেখ করেছেন নাঈম। 

মামলার অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল কুদ্দস আজকের পত্রিকাকে বলেন, ‘মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে মামলাটি হয়েছে। এখন আমি বাইরে আছি, না দেখে বলতে পারব না।’ 

মামলার অভিযোগে কাউন্সিলর নাঈম উল্লেখ করেন, গত ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় তিনি নিজ অফিসে অবস্থানকালে দেখতে পান, আদম তমিজি হক তাঁর আদম হক নামের ফেসবুক আইডি ব্যবহার করে জনশৃঙ্খলা পরিপন্থী, মিথ্যা, আক্রমণাত্মক তথ্য–উপাত্ত প্রচার করে এবং সরকারের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ বর্তমান সরকার–বিরোধী বিভিন্ন ধরনের অবমাননাকর, আপত্তিজনক, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। তাঁর এসব বক্তব্যে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এই পলাতক আসামি তাঁর অজ্ঞাতনামা পলাতক সহযোগীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক