হোম > সারা দেশ > ফরিদপুর

৬ জানুয়ারি ফরিদপুরে সমাবেশ করবেন সারজিস-হাসনাত

ফরিদপুর প্রতিনিধি

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছবি: সংগৃহীত

আগামী ৬ জানুয়ারি ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে সমাবেশ করবেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এদিন বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ওই সমাবেশে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মুক্তমঞ্চে বক্তব্য রাখবেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু। এতে অন্যান্য সমন্বয়করাও থাকবেন বলে জানান।

আবরার নাদিম ইতু বলেন, ‘সারা দেশের ন্যায় ফরিদপুরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সমাবেশ করবেন। এতে যোগ দেবেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছে এবং আগামী ৪ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

এর আগে বুধবার বিকেলে কেন্দ্রীয় সমন্বয়কদের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভাও করেছেন। শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মডেল মসজিদ এবং পৌর অডিটোরিয়ামের সামনে এই প্রস্তুতি সভা করেন তাঁরা। এতে সভাপতিত্ব করেন জেলার সমন্বয়ক নিরব ইমতিয়াজ শান্ত। তাঁরা ওই সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন