হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নসিমনচালকের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে চালা বাজারসংলগ্ন সড়কে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে নসিমনচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হরিরামপুর উপজেলার চালা বাজারসংলগ্ন হরিরামপুর-ঝিটকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, দুর্ঘটনায় নিহত নসিমনচালক এরশাদ মোল্লা (৩০) হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের লালচান মোল্লার ছেলে। 

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার এসআই অতুল কুমার জানান, হরিরামপুর উপজেলা থেকে ঝিটকাগামী ইটভর্তি ড্রামট্রাকের চাকার নিচে পিষ্ট হন নসিমনচালক এরশাদ মোল্লা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক এরশাদ মোল্লাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে চালা বাজারের ব্যবসায়ী আব্দুর রউফ জানান, কামারঘোনা গ্রামের এরশাদ চালা বাজারের কাছে ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক এরশাদ মোল্লাকে মৃত ঘোষণা করেন। 

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী এ কে এম রাসেল জানান, দুর্ঘটনায় আহত এরশাদ মোল্লাকে ১১টা ২০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পথেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক